এবিএনএ: মানব রচিত কোন আইন বা সংবিধানের মাধ্যমে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।শান্তি প্রতিষ্ঠা করতে হলে,আমাদেরকে কুরআনের দেওয়া সংবিধানকে অনুসরণ ও অনুকরণ করতে হবে।তাই আল্লাহর এই জমিনে আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরকাজ করে যাচ্ছে।মঙ্গলবার বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত শিকচাইল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন কর্মী সম্মেলন ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন – কুমিল্লা জেলা- দক্ষিণ জামায়াতের আমীর এডভোকেট মো, শাহজাহান।
তিনি বলেন -বাংলাদেশ একটি মুসলিম দেশ। স্বাধীনতা অর্জনের ৫৩ বছরে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ ও সেনাবাহিনী সমর্থিত সরকার রাষ্ট্র ক্ষমতায় বারবার আসলেও ইসলামি কোন দল এখনও রাষ্ট্র পরিচালনায়(ক্ষমতায়) আসতে পারে নাই। এটা আমাদের জন্য জাতি হিসাবে দুঃখ জনক। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড.এ কে এম সৈয়দ সরওয়ার সিদ্দিকী,তিনি বলেন -আমাদের সমাজকে শিরক মুক্ত করতে হবে। কেননা কোন বান্দাহ শিরক করা মানে আল্লাহর সাথে জুলুম করার শামিল। বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হোন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবে।তাহলেই মুসলমানরা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারবে।
বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি বিজনেস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ হামিদুর রহমান সোহাগ। লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো,নুরুন্নবী,উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন,সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আলনোমান।
সম্মেলন ও সংস্কৃতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলা ইউনিয়ন এর আমীর মাওলানা আবদুর রহিম। এ সময় আর উপস্থিত ছিলেন সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণ মো,শাহাবউদ্দিন হায়দার,বাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়ন আমীর মহিন উদ্দিন, কুমিল্লা জেল দক্ষিণ ছাএশিবির সাবেক ছাত্র কল্যাণ সম্পাদ কেফায়েত উল্ল্যাহ কাসফী, বাংলাদেশ ইসলামী ছাএশিবির সভাপতি মনোহরগঞ্জ উপজেলা পূর্ব মো,রবিউল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাএশিবির মনোহরগঞ্জ উপজেলা সদর মীর হোসাইন, মাওলানা রুলআমিন,ইয়াছিন আরাফাত, তাজুল ইসলাম, মোবারক হোসাইন টিপু প্রমুখ । সম্মেলন ও সংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা মোহাম্মদ উল্লাহ ।