অর্থ বাণিজ্যবাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, প্রশ্নবিদ্ধ বিদেশি বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ

এ বি এন এ : প্রশ্নবিদ্ধ ও সুপরিচিত নয় এমন বিদেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় অর্থায়ন প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
ঝুঁকিপূর্ণ এসব বিনিয়োগ প্রস্তাব সম্পর্কে সব নির্বাহীদের অবগত করার পাশাপাশি গ্রাহকদের মাঝে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী দুই সপ্তাহের মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Share this content: