এ বি এন এ : আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি-যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত।এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক বাংলাদেশীর বসবাস।এই বাংলাদেশীদের সাংবাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’, যার জন্য প্রবাসী বাংলাদেশীরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।এই বছর আটলান্টিক সিটিতে দুইটি বাংলাদেশ মেলার আয়োজন করা হয়েছে।সর্বশেষ বাংলাদেশ মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ আগস্ট,২০১৬, মঙ্গলবার।ঐদিন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে দুপুর বারোটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।
বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন,লতিফ সরকার, কৃষ্ণা তিথি, রাজীব ভট্টাচার্য ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীবৃন্দ। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য।এছাড়া থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্যের সমাহার।মেলায় আরো থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র।বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধনা দেওয়া হবে।বাংলাদেশ মেলার মূল স্পন্সর স্টার কেবল।বাংলাদেশ মেলার ইভেন্ট
সহযোগীতায় ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেনট ।বাংলাদেশ মেলার শুভ উদ্বোধন করবেন স্টার ক্যাবলের সিইও এসআইডি সোহেল এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কনসাল জেনারেল জনাব শামীম আহসান।
প্রবাসী বাংলাদেশীদের প্রাণের মেলা ‘বাংলাদেশ মেলা’ সফল ও সার্থক করে তোলার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি সেলিম সুলতান ও সাধারন সম্পাদক শহীদ খান এবং বাংলাদেশ মেলা-২০১৬ আয়োজক কমিটির আহবায়ক সৈয়দ মোঃ কাউছার ও সদস্য সচিব মিরাজ খান প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।বাংলাদেশ মেলার আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে, আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়। সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য।