,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

‘খালেদার হাত বাঁকা হয়ে গেছে, হাঁটতেও পারেন না’

এবিএনএ : দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হয়েছে বলে দাবি করেছেন তার বড় বোন সেলিমা ইসলাম। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেছে। তিনি হাঁটতেও পারেন না। তার চিকিৎসা হচ্ছে না বলেও দাবি করেন বোন সেলিমা।

রবিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তার ছয় স্বজন। এ সময় তাদের হাতে ছিল দুটি ফুলের তোড়া ও একটি ব্যাগ। সাক্ষাৎ শেষে জানা যায়, খালেদা জিয়ার জন্য শীতের পোশাক নিয়ে গিয়েছিলেন স্বজনরা। কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার বেশি সময় কাটান খালেদা জিয়ার বোন বড় বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিঁথি, নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনি জাহিয়া রহমান ও আরিফা ইসলাম।

সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম বলেন, ‘উন্নত চিকিৎসা না পেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার হাত বাঁকা হয়ে গেছে। হাঁটতে পারেন না। খেতেও পারেন না। কথা বলতে কষ্ট হচ্ছে। কিছু খাচ্ছেন না, খেলেও তা বমি করে ফেলে দিচ্ছেন। জামিন না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার যে চিকিৎসা দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবে সে?’

সেলিমা ইসলাম বলেন, ‘ডাক্তার আজকে বোধহয় এসেছিল, তারা ওষুধ দিয়েছে। কিন্তু সে ওষুধে কাজ হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার।’ জামিনের ব্যাপারে বেগম জিয়ার সাথে স্বজনদের কোনো কথা হয়েছে কি না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘সেদিন তো জামিন দিলো না, এ বিষয়ে কোনো কথা বলেননি।’

সেলিমা বলেন, ‘তার স্বাস্থ্য আগের চাইতে আরও অনেক বেশি অবনতি হয়েছে। সেদিন তো তার ফাস্টিং (খালি পেটে সুগারের পরিমাণ) বললাম ১৫, আজকে ১৮। তিনি হাত সোজা করতে পারছেন না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা এবং দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা। হাঁটু ফুলে গেছে। সে পা ফেলতে পারছে না।’ বেগম সেলিমা ইসলাম অভিযোগ করেন, ‘আমরা তো পারমিশন পাই না আজকে এক মাস হলো। অনেক বলার পরে আমরা দেখা করার অনুমতি পেলাম। আমরা কাছে এলে তাও তো তার একটু ভালো লাগে। কিন্তু আমরা যে দেখতে আসবো সেই পারমিশনও তারা দিচ্ছে না।’

উন্নত চিকিৎসার বিষয়ে বেগম জিয়া কোনো কিছু বলেছেন কি না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি অসুস্থ, তিনি তো উন্নত চিকিৎসা চাইবেনই। তার সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরি।’ বেগম জিয়া জনগণের উদ্দেশে কোনো বার্তা দিয়েছেন কি না জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘ম্যাডাম আপনাদের ও দেশের সব জনগণের কাছে দোয়া চেয়েছেন।’ এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

Share this content:

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited