
এবিএনএ : আসন্ন ঈদুল আজহায় কোরবানির হাটে আসা পশুবাহী ট্রাকে চাঁদাবাজির খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। সোবহানবাগের ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিকে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, ‘প্রাণীবাহী পণ্য কোথাও থামিয়ে চাঁদাবাজি করা যাবে না। কোরবানির পশুবাহী ট্রাক রাস্তায় থামিয়ে চাঁদাবাজির খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশুবাহী গরু রাস্তায় না থামানোর।’ ‘এবার প্রতিটি পশুবাহী গাড়িতে নির্দিষ্ট হাটের নাম লেখা স্টিকার লাগানো থাকবে, কেউ ইচ্ছা করলে সেই হাট ছাড়া পশু নামাতে পারবে না। এই জন্য প্রতিটি হাটে স্বেচ্ছাসেবী কাজ করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সচেতন না হলে ডেঙ্গুর বিস্তার আরও বেশি হতে পারে। এজন্য জনগণ এক হয়ে ডেঙ্গু নির্মূলে কিছু না কিছু অবদান রাখছে। আমরা যদি সচেতন হই, তাহলে ডেঙ্গুর প্রভাব থেকে স্বস্তি পাব। আমাদের চারপাশ আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। এ ছাড়া সিটি করপোরেশনের কিন্তু আইন রয়েছে। যাদের বাসা-বাড়িতে মশার অনুকূল পরিবেশ থাকবে, তাদের কিন্তু ফাইন করতে পারবে। তাই আমরা মনে করি, আমাদেরও সচেতন হতে হবে।’
মোহনা টিভির প্রধানমন্ত্রী বিটের সাংবাদিক মুশফিক নিখোঁজের বিষয়ে মন্ত্রী বলেন, ‘একজন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করি, তাকে দ্রুত উদ্ধার করতে পারব। তাকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে। দ্রুত সময়ের মধ্যে আপনারা ভালো খবর পাবেন।’
ডেঙ্গুর প্রকোপের কারণে দেশের প্রায় সব হাসপাতালে রোগীদের ভিড় সামলাতে হিমশিম অবস্থা থাকায় বিনামূল্যে জ্বরের রোগীদের ডেঙ্গু শনাক্তে এগিয়ে এসেছে রাজধানীর ডিএমএফআর মুলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক। ইউরোপের ই ডব্লিউ বিলা মেডিকো ও কনকর্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহায়তায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু শনাক্তে পরীক্ষা ও পরার্মশ চলবে। জাতীয় স্বার্থে ডেঙ্গু শনাক্তে বিনামূল্যে চিকিৎসা সেবায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে। রাজধানীর মিরপুর রোড়ে সোবহানবাগ নাভানা নিউব্যারি প্লেস-৪/১এ সপ্তমতলায় এই সেবা পাওয়া যাবে।
Share this content: