এ বি এন এ : ২০১৬ সাল বোধহয় বলিউড তারকারাদের সংসার ভাঙার বছর। এবার এই তালিকায় জন আব্রাহাম ও প্রিয়া রাউঞ্চলের নাম শোনা যাচ্ছে।
মিস মালিনি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, জন ও প্রিয়ার মধ্যে সম্পর্ক ভাল যাচ্ছে না। তাদের বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন চলছে।
জনের এক সহকর্মী জানিয়েছেন, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে গুরুতর কোনো সমস্যা সৃষ্টি না হলেও সম্পর্কটা ঠিক ভাল যাচ্ছে না। একটি সূত্র জানিয়েছে, কাজের কারণে তাদের দূরে থাকতে হচ্ছে। একারণে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে।
সূত্রটি জানিয়েছে, জন তার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চান। কিন্তু ক্যারিয়ারের কারণে তিনি বলিউডে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে প্রিয়াকে চাকরির কারণে যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে। তাছাড়া বলিউডে জনের বন্ধুদের সঙ্গে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করেন না প্রিয়া।
জন আব্রাহাম বর্তমানে ‘ডিশুম’ ছবির প্রচারণা চালাচ্ছেন। এতে আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও অক্ষয় খান্না।