‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন মাদুরো’

এবিএনএ: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর। রবিবার তিনি এ অভিযোগ করেন। রবিবার একটুইটে গুয়াইদো জানান, আমরা আন্তর্জাতিক মহলের সমর্থন পেয়ে যাচ্ছি, তারা দেখতে পাচ্ছেন কিভাবে এই মাদুরো সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন।
কলম্বিয়া সীমান্তে গত কয়েক সপ্তাহ থেকে আটকে আছে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ। এসব ত্রাণ কোনভাবেই ভেনিজুয়েলায় প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন মাদুরো। মাদুরোর অভিযোগ এসব ত্রাণ পাঠানোর নামে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটনোর চেষ্টা করছে। গতকাল শনিবার ত্রাণ প্রবেশ করাকে কেন্দ্র করে কলম্বিয়া সীমান্তে চলে তুমুল সংঘর্ষ। এতে ২ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া কুকুতা শহরে আটকে থাকা ত্রাণের ২টি ট্রাক ভেনুজুয়েলাতে প্রবেশ করেছে বলা জানা যায়।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে ত্রাণ প্রবেশ নিয়ে সংঘর্ষের জেরে ২৮৫ জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছে ৩৭ জন। ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী এসব লোকের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বলে জানান তিনি।
Share this content: