জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘আসলাম চৌধুরী অনেক তথ্য দিয়েছেন’

এ বি এন এ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী আমাদের অনেক তথ্য দিয়েছেন, যাতে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞসাবাদের জন্য বুধবার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পায় পুলিশ। এই মামলা হওয়ার আগে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবেও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
রিমান্ডে আসলামের কাছে কী তথ্য পাওয়া গেছে- সে বিষয়ে সাংবাদিকরা  প্রশ্ন করলে জবাবে মনিরুল ইসলাম বলেন, ওখানে (ভারতে) কার কার সঙ্গে বৈঠক হয়েছে, কারা কারা জড়িত ছিল, কাদের কাদের ক্লিয়ারেন্স নিয়ে তিনি সেখানে গিয়েছেন, কারা কারা তাকে উৎসাহিত করেছেন এই কাজে, পরে কী পরিকল্পনা ছিল- অনেক কিছু তিনি বলেছেন।

Share this content:

Back to top button