বিনোদনলিড নিউজ

রগরগে উর্বশী

এবিএনএ: এরইমধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন উর্বশী রাউটেলা। তার অভিনয়, সৌন্দর্য নজরও কেড়েছে দর্শকদের। সর্বশেষ গত বছর ‘হেট ষ্টোরি-৪’ ছবিতে অভিনয় করেন তিনি। এ ছবিতে রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হন এ নায়িকা। এর মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। এবার নতুন ছবি নিয়ে সামনে আসছেন তিনি। তার এ ছবিটির নাম ঠিক হয়নি। প্রযোজনা করছে জয়তু  প্রোডাকশন।

Share this content:

Back to top button