এবিএনএ: এরইমধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন উর্বশী রাউটেলা। তার অভিনয়, সৌন্দর্য নজরও কেড়েছে দর্শকদের। সর্বশেষ গত বছর ‘হেট ষ্টোরি-৪’ ছবিতে অভিনয় করেন তিনি। এ ছবিতে রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হন এ নায়িকা। এর মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। এবার নতুন ছবি নিয়ে সামনে আসছেন তিনি। তার এ ছবিটির নাম ঠিক হয়নি। প্রযোজনা করছে জয়তু প্রোডাকশন।
ছবির প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। ছবির গল্পও গড়ে উঠেছে তাকে নিয়ে। ছবিতে একজন সংগ্রামী তরুণীর ভূমিকায় দেখা যাবে তাকে। শুধু তাই নয়, ছবিতে অভিনয় করতে গিয়ে এরইমধ্যে একাধিক রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ‘হেট ষ্টোরি’-৪’ কেও নাকি হার মানাবে এসব দৃশ্য। এমনকি ছবিতে একটি নগ্ন দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর ছবির একটি দৃশ্যের টপলেস ছবি প্রকাশ করেছেন উর্বশী নিজেই। তার ক্যাপশনে লিখেছেন, নতুন রুপে সবার সামনে আসছি। তবে পুরোনো সেই সুপারহট উর্বশীকেই আপনারা পাবেন। অপেক্ষায় থাকুন।