আমেরিকা
প্রথম বিজয় সমাবেশে ট্রাম্পের অঙ্গীকার

এবিএনএ : ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার নির্বাচন পরবর্তী প্রথম বিজয় সমাবেশে আমেরিকার গভীর ক্ষত সারানোর অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ‘দেশের জনগণের ঐক্যবদ্ধ হওয়ার এবং গোঁড়ামি পরিত্যাগের কোন বিকল্প নেই।’
ওহাইও’র একটি এলাকায় হাজার হাজার সমর্থকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খুবই বিভক্ত জাতি। কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে বিভক্ত থাকবো না।’
বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমরা সকল গোঁড়ামি ও পূর্বসংস্কারের নিন্দা জানাই এবং আমরা বর্জন ও বিভক্তির ভাষা প্রত্যাখ্যান করি। আমরা অভিন্ন ক্ষেত্র খুঁজবো এবং যথাযথভাবেই এ কাজ করে নেবো।’
Share this content: