চার বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে তাপমাত্রা কমতে পারে
রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে ভারি বর্ষণের পূর্বাভাস; সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টির প্রবণতা


এবিএনএ: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার রাতে প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আগামী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ লম্বালম্বিভাবে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে এই অক্ষের একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। ফলে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং সাগরে তা মাঝারি মাত্রায় রয়েছে।
এই প্রেক্ষাপটে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার কিছু কিছু স্থানে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করেছে সংস্থাটি। এতে করে সারাদেশেই তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদফতর।
আবহাওয়াবিদদের মতে, সামনের দিনগুলোতে পরিকল্পনা গ্রহণের সময় জনগণকে আবহাওয়ার পরিবর্তনের বিষয়টি মাথায় রাখতে হবে।