আন্তর্জাতিক
চারদিন ধরে কয়লা খনিতে বন্দি থাকা ২১ শ্রমিক নিহত

এবিএনএ : চারদিন ধরে কয়লা খনিতে আটকে থাকা ২১ শ্রমিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, খনিতে বিস্ফোরণের পর তার মধ্যে ২১ জন শ্রমিক আটকা পরে। তাদেরকে বাঁচানোর জন্য গত চারদিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছিল। কিন্তু তারা কেই বেঁচে নেই বলে শনিবার নিশ্চিত করেছে উদ্ধার অভিযানে কাজ করা দলটি। এদিকে এই দুর্ঘটনায় জড়িত ছিল সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ কয়লা উৎপাদন ও ব্যবহার করা দেশ হল চীন। দেশটিতে প্রতি বছরই কয়লা খনিতে দুর্ঘটনা ঘটে। বিবিসি তার এক প্রতিবেদনে জানায়, দেশটির অধিকাংশ কয়লা খনি ব্যবহারের জন্য নিরাপদ নয়। আর সে কারণেই বারবার দুর্ঘটনা ঘটে। অবশ্য বিষয়টি অস্বীকার করেছে চীন সরকার। তারা জানায়, পর্যাপ্ত নিরাপত্তা নিয়েই কর্মীদেরকে কয়লা খনিতে পাঠানো হয়।
Share this content: