,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

হলিউডের শীর্ষ ৫ তারকা

এবিএনএ: বিনোদন জগতের জনপ্রিয় বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট আইএমবিডি ২০২৪ সালের শীর্ষ ১০ হলিউড তারকার তালিকা প্রকাশ করেছে। তাদের মধ্য থেকে ৫ জনের অভিনয়জগতের ইতিহাস, ক্যারিয়ার ও সাফল্য নিয়ে এ আয়োজন।

সিডনি সুইনি

২০০৯ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সিডনি সুইনি। ‘ওয়ান্স আপন আ টাইম… ইন হলিউড’ এবং ‘এনিওয়ান বাট ইউ’ সিনেমার মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেন। ‘ইউফোরিয়া’, ‘দ্য হোয়াইট লোটাস’, ‘শার্প অবজেক্টস’ এবং “দ্য হ্যান্ডমেইড’স টেইল” সিরিজগুলোতেও তাকে দেখা গেছে। ২০২৪ সালে সিডনি সুইনি হলিউডের দুই জনপ্রিয় সিনেমা ‘মাদাম ওয়েভ’ ও ‘ইম্যাকুলেট’-এ অভিনয় করেছেন।

এলা পারনেল

এলা পারনেল ২০১০ সালে ‘নেভার লেট মি গো’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘কিক-অ্যাস ২’, ‘ম্যালিফিসেন্ট’, ‘মিস পেরেগ্রিন’স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন’ এবং ‘স্টার ট্রেক : প্রডিজি’সহ একাধিক বিখ্যাত সিনেমায় কাজ করেছেন। চলতি বছর ‘ফল আউট’ ও ‘সুইট পি’তে কাজ করে আলোচনায় আসেন তিনি।

ক্রিস্টিন মিলিয়টি

২০০৬ সালে ‘দ্য সোপ্রানোস’ সিরিজের তিনটি পর্বে অতিথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ক্রিস্টিন মিলিয়টি। এরপর ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমা এবং ‘হাউ আই মেট ইওর মাদার’, ‘ফার্গো’, ‘ব্ল্যাক মিরর’, ‘মডার্ন লাভ’-এর মতো টিভি সিরিজেও কাজ করেন। চলতি বছর তিনি সবার মন জয় করেন ‘দ্য পেঙ্গুইন’ এবং ‘হিট মাংকি’-এ কাজ করে।

এইজা গঞ্জালেজ

মেক্সিকোর টেলিনোভেলা থেকে হলিউডে আসা এইজা গঞ্জালেজ বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘বেবি ড্রাইভার’, ‘আলিতা : ব্যাটল অ্যাঞ্জেল’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস : হব্বস অ্যান্ড শ’, ‘ব্লাডশট’ এবং ‘গডজিলা ভার্সাস কং’ উল্লেখযোগ্য। ২০২৪ সালে তার আলোচিত কাজের মধ্যে ছিলÑ ‘থ্রি বডি প্রবলেম’, ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ও ‘লা মাকিনা’।

গ্লেন পাওয়েল

২০০৩ সালে ‘স্পাই কিডস থ্রিডি : গেম ওভার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন গ্লেন পাওয়েল। এরপর ‘টপ গান : মাভেরিক’, ‘টুইস্টার্স’, ‘হিডেন ফিগার্স’ এবং ‘স্ক্রিম কুইন্স’সহ ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। দক্ষতা ও বৈচিত্র্য তাকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে। চলতি বছরে গ্লেন পাওয়েল ‘হিটম্যান’ ও ‘টুইস্টার’ ছবিতে কাজ করে প্রশংসিত হয়েছেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited