খেলাধুলা

মালদ্বীপে বাজিমাত! অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের বালক দল

স্বাগতিক মালদ্বীপকে উড়িয়ে অনূর্ধ্ব-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করল বাংলাদেশ

এবিএনএ:

দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে আরেকটি গর্বের মুহূর্ত যুক্ত হলো বাংলাদেশের নামে। মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ (এসএবিএ)-এ দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক ঘরে তুলেছে বাংলাদেশ বালক দল।

রবিবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭৫-৪৩ পয়েন্টের বিশাল ব্যবধানে স্বাগতিক মালদ্বীপকে পরাজিত করে। খেলাটি শুরু থেকেই একপেশে ছিল, যেখানে সান মুরং একাই দলের জন্য সংগ্রহ করেন ২৪ পয়েন্ট। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন আফ্রিদি, যিনি ১৬ পয়েন্ট যোগ করেন।

প্রসঙ্গত, গ্রুপ পর্বে রাউন্ড রবিন লিগেও মালদ্বীপকে হারিয়ে আত্মবিশ্বাসের জোরে এগিয়েছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশ, মালদ্বীপ, ভারত এবং শ্রীলঙ্কা অংশ নেয়।

নারী বিভাগেও বাংলাদেশ অংশ নেয়, যদিও প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণে বালিকা দল মালদ্বীপের কাছে ৮৬-২২ পয়েন্টে হেরে গেছে। তবুও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নারী দলের এই উপস্থিতিই ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

দক্ষিণ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এসএবিএ) আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের এই অর্জন ক্রীড়াপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা করছেন খেলোয়াড়, কোচ ও ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button