এবিএনএ: সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের সংস্কার কাজের সময় মিনার ভেঙে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংস্কার কাজের সময়ে মসজিদটির মিনার ভেঙে পড়ে। মিনারের সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটিও হেলে পড়েছে। এতে করে নয়াসড়ক থেকে কাজিটুলা রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেটের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কারনাইন জানান, ঘটনার পর সিলেট কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ওখানে কাজ করছে। জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
Like this:
Like Loading...