জাতীয়বাংলাদেশলিড নিউজ

অভিযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে: সিইসি

এবিএনএ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিফ্রিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। বড় ধরণের কোনো অভিযোগ ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্বিতীয় এবং দলীয় প্রতীকে প্রথম নির্বাচন। তাই স্থানীয় সরকারে নির্বাচন হলেও উৎসাহ উদ্দীপনার কমতি ছিলনা নারায়ণগঞ্জবাসীর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। অনাকাঙ্খিত কোনো ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের ফলাফলে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি দুষ্কৃতকারী হিসাবে চিহ্নিত হবেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে জুডিশিয়াল মেজিস্ট্রেট দেওয়া হয়েছিল। প্রত্যেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট সাড়ে ৯ হাজার সদস্য মোতায়েন ছিল। আজও তিনজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাসিক নির্বাচনে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায় সকল ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচনী দায়িত্ব পালনকারী সকলকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর দেশের কোথাও এমন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলো। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এখন চলছে ভোট গণনা।

Share this content:

Related Articles

Back to top button