এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার রাজধানী ঢাকার বাইরে নয়টি জেলায় নবনির্মিত নয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করবেন। ফলে, এসব জেলাবাসীদের পাসপোর্ট পাওয়ার বিড়ম্বনার অবসান হবে।
মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মনবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস গুলো নির্মাণ করা হয়েছে। এতে ঢাকা মহানগরবাসীর পাসপোর্ট পেতেও ভোগান্তি কমবে। নবনির্মিত বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিসগুলোও একই দিনে উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৬ উপলক্ষে এসব বিভাগীয় পাসপোর্ট ভবন ও ভিসা অফিস এবং নয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন।