এবিএনএ : আফগানিস্তানের গজনিতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি যাত্রীবাহী বোয়িং বিমান বিধ্বস্ত হয়েছে। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৮৩ জন আরোহী ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ৮৩ আরোহী নিয়ে উড্ডয়ন শুরু করা বিমানটিতে কিছুক্ষণ পরেই আগুন লেগে যায়, এরপর এটি বিধ্বস্ত হয়। কারিগরী ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন।
গজনি সিটি গর্ভনরের মুখপাত্র আরিফ নুরি বলেন, ‘আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান স্থানীয় সময় দুপুর ১.১০ মিনিটের দিকে গজনির দেহ ইয়াক জেলার সাদো খেল এলাকায় বিধ্বস্ত হয়।
বার্তা সংস্থা রয়টার্সকে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা অনুমান করা যাচ্ছে না। যে অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি তালেবান নিয়ন্ত্রিত বলে এ খবরে বলা হয়েছে।