এবিএনএ : য়ুক্তরাস্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৫শে মার্চ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামানে দুপুর ১ ঘটিকার সময ২৫শে মার্চ কে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মহাসমাবেশ ডাক দিয়েছেন । উক্ত মহাসমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে যথাসময উপস্থিত থাকার জন্য আহবান জানানো যাচ্ছে । আহবানে ড. সিদ্দিকুর রহমান সভাপতি ও আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । উল্লেখ্য : বাংলাদেশে ২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গত শনিবার সংসদে গৃহীত হয়েছে।
১৯৭১ সালের ২৫শে মার্চে পাকিস্তানি বাহিনীর হামলায় বহু বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব আসে।
কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব আনেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। আলোচনায় পরে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের যত গণহত্যা হয়েছে তার মধ্যে বাংলাদেশের ২৫শে মার্চের হত্যাকান্ড ছিলে সবচেয়ে মর্মান্তিক।