আন্তর্জাতিকলিড নিউজ

দুর্নীতিকে সবার আগে বিদায় করতে হবে: পোপ ফ্রান্সিস

এবিএনএ : পেরু সফরের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা সফর শেষ করলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পোপের আগমন উপলক্ষ্যে রবিবার পেরু’র রাজধানী লিমায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তিনি জাত-ধর্মের ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।

পোপ বলেন, দুর্নীতিকে সবার আগে বিদায় করতে হবে। কেননা, দুর্নীতি রোধ করা না হলে যে কোনো দেশ গভীর সংকটের মধ্যে পড়ে। এ সময় রাজনীতিরও সমালোচনা করেন পোপ। তিনি বলেন, ‘এটি ভালোর চেয়েও বেশি অস্বাস্থ্যকর।’ উদাহরণ হিসেবে তিনি পেরু’র সাম্প্রতিক সাবেক তিন প্রেসিডেন্টের উদাহরণ তুলে ধরেন। দুর্নীতির অভিযোগে ওই ৩ সাবেক রাষ্ট্রনেতাই এখন জেলে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে আয়োজকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সেই সমাবেশে ১৩ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button