এবিএনএ : বেঁধে দেয়া সময়ের দু’দিন আগেই আবারো সিম নিবন্ধন নিয়ে মুখ খুললেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার ঘোষণা দেয়ার পর হাতে দুই সময় রেখেই তারানা হালিম বলেছেন, ‘যারা এখনো সিম নিবন্ধন করেননি ১ মে থেকে তাদের সিম ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে।’
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তারানা বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত সিম নিবন্ধনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।’
এসময় তিনি চলমান সিম নিবন্ধন কার্যক্রমে পরিসংখ্যানমূলক তথ্য তুলে ধরে বলেন, ‘এখন পর্যন্ত মোট ৭ কোটি ৭৯ লাখ সিম নিবন্ধিত হয়েছে। আঙুলের ছাপ, নাম কিংবা যথাযথ তথ্য বিভ্রান্তির কারণে ১ কোটি ২১ লাখ সিমের নিবন্ধন অসম্পন্ন আছে।’