মাত্র ১ মিনিটে ফ্যান পরিষ্কার করার জাদুকরী টিপস, কোনো ঝামেলা ছাড়াই!
বাড়ির সিলিং ফ্যান পরিষ্কার করতে আর আলাদা সময় নয়—পুরোনো বালিশের কভারেই এবার এক মিনিটে ময়লা দূর করুন সহজ উপায়ে


এবিএনএ: ঘরের নিচতলার ধুলাবালি সহজেই মুছে ফেলা গেলেও, সিলিং ফ্যান পরিষ্কার করা যেন এক বড় চ্যালেঞ্জ! ফ্যানের উচ্চতায় থাকায় সেখানে সহজে পৌঁছানো যায় না, ফলে ফ্যানের ব্লেডে জমে থাকে স্তরে স্তরে ধুলো।
এই ধুলো শুধু ফ্যানকে ময়লা দেখায় না, বরং বাতাসের সঙ্গে পুরো ঘরেই ছড়িয়ে পড়ে। কিন্তু ভাবুন তো, এই কঠিন কাজটা যদি মাত্র এক মিনিটেই করা যায়?
জেনে নিন একদম সহজ, ঝামেলাহীন পদ্ধতিতে ফ্যান পরিষ্কারের কৌশল:
১. প্রথমে একটি পুরনো বালিশের কভার খুঁজে নিন।
২. এবার সেই কভারটি দিয়ে ফ্যানের ব্লেডকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলুন—প্রান্ত থেকে গোড় পর্যন্ত।
৩. দু’হাতে ব্লেডের ওপর চেপে ধরে কভারের ভিতর দিয়ে আস্তে করে টান দিন।
৪. আপনি নিজেই দেখবেন—সব ময়লা কভারের ভিতরেই আটকে গেছে।
একইভাবে প্রতিটি ব্লেড পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে একবার এই পদ্ধতি মেনে চললে, ঘর থাকবে ধুলাবালি মুক্ত এবং ফ্যানও থাকবে ঝকঝকে।