এবিএনএ : গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউথজার্সী মেট্টো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আটরান্টিক সিটির বহউল প্রতিক্ষিত সাউথজার্সী মেট্টো আ’লীগের বিবাদমান ৩টি গ্রুপকে নিয়ে দপায় দপায় বৈঠক করে অবশেষে সবার সম্মতি ক্রমে শতাধিক কাউন্সিলার ও ৫শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সদ্য বিদায়ী সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়াকে প্রধান উপদেষ্টা সাউথজার্সী মেট্টো আ’লীগের সাবেক সদস্য সামসুল ইসরাম শাহজাহানকে সভাপতি সাবেক কোষাধ্যক্ষ কুতুবউদ্দীন ইমরানকে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভুইয়াকে ১নং সহসভাপতি সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুলকে ১নং যুগ্ন সাধারন সম্পাদক ও ফরহাদ সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও উপদেষ্টাদের অধিকাংশের নাম গোষনা করেন। সংগঠনের সাধারন সম্পাদক জসিম উদ্দীনের প্রনবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাস্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ। সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক টুকু, সাউথজার্সী মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া সম্মেলনে প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান তার বক্তৃতায় বলেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে সুপার সনিক গতিতে ২০৪১ সালে পৃতিবীর অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তার উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে সখলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ত্রীবার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহউদ্দীন দেওয়ান, যুব ক্রীড়া সম্পাদক টুকু, সাউথজার্সী মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া, সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, যুগ্ন-সাধারন সম্পাদক মহম্মদ শাহিন, এমডি জামান, সদস্য সামসুল ইসলাম শাহজাহান, সাব্বির ভুইয়া, কুতুবুদ্দিন, ইমরান, কামাল হোসেন, গৌতম নাগ, অভিজিৎ চৌধুরী লিটন, বিপ্লব দেব, ফরহাদ সিদ্দিকী সহ আরো অনেক বক্তব্য রাখেন। সম্মেলনে উপস্থিত বক্তা আ’লীগ নেতা-কর্মীদের প্রানের দাবী ছিল দীর্ঘ দিনের বিবাদমান ২-৩ টি গ্রুপ এককাতারে এন দক্ষ যোগ্য সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্য ত্যাগী নেতাদের নেতৃত্ব দিয়ে কাওকে বাদ না রেখে সাংগঠনিক সিনিয়র-জুনিয়র বিশ্লেষন করে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার।
ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আহসান হাবিব। তার বক্তব্যর মধ্য দিয়ে সম্মেলনের প্রথম পর্বের পরিসমাপ্তি ঘটে। দ্বীতিয় পর্বে সূচনা বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন সাউথজার্সী মেট্টো আ’লীগের নেতা-কর্মীরা এত যোগ্য, আ’লীগের জন্য ত্যাগী যা তিনি আগে যানতেন না। তিনি বলেন এখানে এমন অনেক নেতা আছে যারা সমগ্র যুক্তরাষ্ট্র আ’লীগের নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে। তিনি বিগত দিনের সকল ভূলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে রাত ১২ টায় তেুন কমিটির ঘোষনা করেন। কমিটি ঘোষনার পর তাদের পরিচিতি ক্যমেরা পোজ, সেলফি, নিরব কন্দন, মুখ লুকিয়ে যাওয়া সব কিছুর সংমিশ্রনও রাতের নৈশ ভোজের মধ্য দিয়ে শেষ হয় বহুল আলোচিত সাউথজার্সী মেট্টো আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।