আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

হাত হারানো রাজীবকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

এবিএনএ : রাজধানীতে দুই বাসের চাপায় এক হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসানের চিকিৎসা ব্যয় দ্বিতল বাস মালিক বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে বহনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা প্রদানে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং প্রয়োজনে ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন ও নতুন করে বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবেনা রুলে তাও জানতে চাওয়া হয়েছে।  চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।এর আগে গত ৩ এপ্রিল বেলা দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিল। পরে একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় যাত্রী রাজিব হাসানের ডান হাত দ্বিতল বাসের সঙ্গে লেগে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হাতটি দ্বিতল বাসের সঙ্গে লেগে ঝুলছিল। পরে তাৎক্ষণিকভাবে রাজিবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়।পরে ওই ঘটনাটি বুধবার (৪ এপ্রিল) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন সংযুক্ত করে আদালতে রিট করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।

Share this content:

Back to top button