এবিএনএ : কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারিকে করেছেন অভিনেত্রী রিয়া সেন। সেই বিয়ে ঘিরে ছিল যথেষ্ট গোপনীয়তাভ কিন্তু হনিমুন নিয়ে আর কোনও রাখঢাক করেননি রিয়া।
ইউরোপের প্রাগে হনিমুনে গিয়েছেন এই দম্পতি। আর সেখানেই তাদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
প্রাগের একটি ক্যাফেতে শিবমকে চুমু খাওয়ার ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রিয়া। ক্যাপশনে তিনি লেখেন, ‘কিসেস ফর মিসেস অ্যান্ড আ হার্ট ফর আর্ট।’
ছবিতে দেখে বোঝা যাচ্ছে শিবম ও রিয়া কোনও একটি রেস্তোরাঁয় বসে আছেন। সেখানে আশেপাশে লোকজন থাকলেও, তারা নিজেদের নিয়ে ব্যস্ত।
বলিউড সূত্রের খবর, গত ফেব্রুয়ারিতে এক বন্ধুর সাহায্যে শিবমের সঙ্গে আলাপ হয় রিয়ার। সেখান থেকেই বন্ধুত্ব শুরু। এরপর বোন রাইমার সঙ্গেও শিবমের আলাপ করিয়ে দেন রিয়া। কিছুদিরে মধ্যেই হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল রিয়া।