জাতীয়বাংলাদেশলিড নিউজ

হজ ফ্লাইটে আগুন, যাত্রীদের প্রাণ রক্ষা

এবিএনএ : সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্ব করা হয়। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এঘটনা ঘটে।
তবে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম অগ্নিকাণ্ডের খবর অস্বীকার করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, ৩১৩ জন হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮১১ বোয়িং বিমানটি বেলা ১১টা ১৫ মিনিটের দিকে রানওয়েতে যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটিতে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী, তিনি কন্ট্রোল টাওয়ারে এ বিষয়টি জানান।
বিষয়টি পাইলটকে জানানো হলে তিনি ইঞ্জিন বন্ধ করে দেন। পরে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেয়। পরে ফ্লাইটটি দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানবন্ধর ত্যাগ করে।
রেজাউল করিম জানান, এয়ারক্রাফটে বাতাস দেয়ার সময় আগুনের স্ফুলিংগ দেখতে পান বিমানটির একজন ক্রু। পরে বিমানটির উড্ডয়ন বন্ধ করা হয়। আমরা আগুনের কোনো চিহ্ন পায়নি।
প্রসঙ্গত, সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপরে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ থেকে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে।

Share this content:

Related Articles

Back to top button