
এবিএনএ : ক্ষমতা ছাড়ার পরপরই একরকম লোকচক্ষুর আড়ালে চলে যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গত জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে তাকে আর দেখা যায়নি। তবে আগামী সোমবার তার নিজ শহর শিকাগোতে আবার দেখা যাবে তাকে।
ওইদিন তিনি শিকাগো ইউনিভার্সিটিতে একটি কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে বারাক ওবামা শিকাগো ইনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াতেন। তিনি রাষ্ট্রীয় গ্রন্থাগার এই ইউনিভার্সিটির অধীনে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। হোয়াইট হাউজ ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা নিজ শহর শিকাগোতেই তার বিদায়ী ভাষণ দিয়েছিলেন।
Share this content: