
এবিএনএ : সোনাতলা শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে বাছাইকৃত বিতর্ক দল নিয়ে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হরিখালী উচ্চ বিদ্যালয়, পাকুল্লা উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর উচ্চ বালিকা বিদ্যালয় বিতর্ক দল অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া বার্তা ২৪ ডটকম সম্পাদক, প্রভাষক ইকবাল কবির লেমন ও যুদ্ধদলিল এর বগুড়া জেলা সমন্বয়কারী রাশেদুজ্জামান রণ। বিচারক প্যানেলে ছিলেন পুন্ড্র ডিবেটিং কাবের উপদেষ্টা মাশুকুর রহমান, পুন্ড্র ডিবেটিং কাবের সভাপতি অরুপ রতন শীল,সোনাতলা সাহিত্য-সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব মেহেরুল ইসলাম ও টিএম মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।
বিতর্ক শেষে আলোচনায় অংশগ্রহন করেন সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, সোনাতলা সাহিত্য-সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক মহসীন আলী তাহা,পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, হরিখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া আক্তার, পুন্ড্র ডিবেটিং কাবের উপদেষ্টা মাশুকুর রহমান, পুন্ড্র ডিবেটিং কাবের সভাপতি অরুপ রতন শীল ও সোনাতলা সাহিত্য-সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব মেহেরুল ইসলাম, ইমরান হোসেন সজিব ও শিহাব উদ্দীন।
Share this content: