আন্তর্জাতিকলিড নিউজ
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

এবিএনএ: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাইলটসহ চার শিশু নিহত হয়েছেন। শুক্রবার সাইরাস এসআর-২২ নামের ছোট বিমানটি ক্যানবেরার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিকাল ৫টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে কুইনবেয়ান শহরের কাছে এ ঘটনা ঘটেছে।
সুপারিনটেনডেন্ট ক্যাথ ব্র্যাডবেরি প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বলেন, এই বিমান দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া বিমানে থাকা তিন শিশুও নিহত হয়েছে।
জরুরি সেবার প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দমকলকর্মীরা আগুন নিভিয়েছেন। বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই।
Share this content: