বিনোদনলিড নিউজ

ঈদ ধামাকা মিউজিক ভিডিও ‘তুমি বুঝলানা’

এবিএনএ : ঈদ উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে গত ২৯ আগস্ট প্রকাশ হয়েছে নতুন গান ‘তুমি বুঝলানা’র মিউজিক ভিডিও। গোলাম রাব্বানীর কথায় গানটির সুর করেছেন কাজী শুভ।

রাফির সংগীত আয়োজনে গানটি দ্বৈতভাবে গেয়েছেন কাজী শুভ ও ইসরাত জাহান জুঁই। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জুঁই ও চলচ্চিত্র অভিনেতা শিপন। ভিডিওটি নির্মাণ করেছেন সৈয়দ আলী আহসান লিটন।

গানটি সম্পর্কে  জুঁই বলেন, ‘অসাধারণ একটি গান লিখেছেন রাব্বানী ভাই। আমি সত্যিই গানটি গেয়ে বেশ আনন্দ পেয়েছি। শ্রোতারাও ভিন্ন স্বাদ পাবেন বলে মনে করছি। ’

গোলাম রাব্বানী বলেন, ‘গান লেখা আমার কাজ না। ভেতর থেকে দু একটা লাইন মাঝে মধ্যে বের হয়ে যায়। কাজী শুভর অনুরোধেই গানটি লেখা। মজা আছে গানটায়। একটা ফেস্টিভ বিষয় আছে ভিডিওটায়। ঈদের ছুটিতে গানটি বাড়তি আনন্দ দিতে পারে। ’

Share this content:

Back to top button