,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

সিআইএর হ্যাক-কৌশল ফাঁস করল উইকিলিকস

এবিএনএ : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) হ্যাক-কৌশল ফাঁস করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস।
ফাঁস হওয়া তথ্যানুযায়ী, ম্যালওয়্যার সিস্টেমের মাধ্যমে আইফোন, অ্যানড্রয়েড সিস্টেম, মাইক্রোসফট সিস্টেম ও স্যামসাং স্মার্ট টিভি হ্যাক করে তথ্য-উপাত্ত চুরি করে থাকে সিআইএ।
ম্যালওয়ারের মাধ্যমে উপযোগী আপসের সাহায্য ছাড়াই টেলিভিশন এমনকি গাড়ির নিয়ন্ত্রণও নিতে পারে সিআইএ। এভাবে হাজার হাজার তথ্য-উপাত্ত চুরি করেছে তারা। এর প্রমাণ হিসেবে সিআইএর ৯ হাজার নথি ফাঁস করেছে উইকিলিকস। গোয়েন্দা তথ্য ফাঁসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। সিআইএর এসব তথ্য কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্র সরকারের হ্যাকার ও কন্ট্রাক্টরদের হাতে চলে আসে। তাদের মধ্যে একজন এই তথ্যভান্ডারের একটি অংশ উইকিলিকসের হাতে তুলে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, উইকিলিকস যেসব নথি ফাঁস করেছে, তা সত্যি বলে মনে হচ্ছে এবং ফাঁসের ঘটনায় চাপের মুখে পড়েছে সিআইএ।
‘ভল্ট সেভেন বাই উইকিলিকস’ নামে সিআইএর গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করা হয়েছে। এতে বলা হয়েছে, সিআইএ একটি ম্যালওয়্যার তৈরি করে, যার মাধ্যমে মোবাইল ফোনে নজরদারি সহজ হয়। কিন্তু এই প্রযুক্তির নিয়ন্ত্রণ হারায় তারা। ফলে এটি অন্য হ্যাকারদের কাছে থাকার সম্ভাবনা খুবই বেশি এবং এর ফলে ব্যাপকভিত্তিক তথ্য চুরি হয়ে থাকতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাইবার অ্যাডভোকেট এডওয়ার্ড ম্যাকএন্ড্রু বলেছেন, এই সাইবার নিরাপত্তা বিঘ্ন হওয়ার ঘটনা সিআইএর জন্য উদ্বেগজনক, কারণ ইতিমধ্যে তাদের প্রযুক্তি অন্যদের হাতে চলে গেছে।
উইকিলিকস জানিয়েছে, সিআইএ প্রায় ১ হাজার ম্যালওয়্যার সিস্টেম তৈরি করেছে। ভাইরাস, ট্রোজনসহ এসব ম্যালওয়্যার লক্ষ্যে থাকা ইলেক্ট্রনিক্স যন্ত্রের নিয়ন্ত্রণ নিতে পারে সহজেই।
সিআইএ তাদের এসব হ্যাকিং সরঞ্জামাদি দিয়ে ব্যক্তিগত মোবাইল ফোন, মাইক্রোসফট সফটওয়্যার, স্যামসাং স্মার্ট টিভিতে প্রবেশ করে তথ্য চুরি করে থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের ব্যক্তিগত মোবাইল ফোনের তথ্যও চুরি করা সম্ভব।
উইকিলিকস এমন সময় এসব তথ্য ফাঁস করল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার বিরুদ্ধে তার ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন। এফবিআইকেও দুষেছেন তিনি।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited