এবিএনএ : এরই মধ্যে সংগীত জগতে নাম কুড়িয়েছেন শাহরিন জে হক। পেশায় কনসালট্যান্ট ইন্টেরিওর ডিজাইনার হলেও নেশাটা তার সংগীত ঘিরেই। তারই স্বাক্ষর রেখে চলেছেন এই শিল্পী। সম্প্রতি ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে তার ‘আয় একটি বার তুই’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। রোমান্টিক এই গানের কথা ও সুর শাহরিন জে হকের নিজের। গানটির সঙ্গীত আয়োজন করেছেন পার্থ প্রতীম মজুমদার। আর ভিডিওটির চিত্রনাট্যও নির্দেশনাও শাহরিনের। প্রিয়তমকে স্মরণে রেখে গানের কথাগুলো সাজানো হয়েছে।
‘আয় একটি বার তুই’- গানটির জন্য দৃশ্য ধারণ করা হয়েছে আমেরিকার বিভিন্ন মনোরম লোকেশনে। গানটি মুক্তির পর থেকেই ইউটিউবে তা সাড়া জাগিয়েছে সংগীতপ্রেমীদের মধ্যে। এ প্রসঙ্গে শাহরিন জে হক সমকালকে বলেন, সঙ্গীত সাধনাটাই আমার নেশা। এরই মধ্যে ইতিমিধ্যে প্রচুর প্রশংসা পেয়েছি গানটার জন্য। ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এর আগে গত ফেব্রুয়ারিতে ইউটিউবে মুক্তি দেওয়া হয় শাহরিনের একটি রোমান্টিক মিউজিক ভিডিও। ওই ভিডিওটির চিত্রনাট্য ও নির্দেশনাও তার।
মূলত রহস্য পত্রিকায় লেখালেখিওর মাধ্যমেই লেখার জগতে প্রবেশ করেছিলেন শাহরিন। ছোট গল্প, বিভিন্ন অভিজ্ঞতা নিয়মিত লিখতেন পত্রিকায়। এরপর বিভিন্ন পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। এর সঙ্গে চলে সংগীত সাধনাটাও। পরে পেশায় কনসালট্যান্ট ইন্টেরিওর ডিজাইনার হিসেবে দুবাই চলে যান। কিন্তু গানের নেশা ছাড়েনি তার।