
এবিএনএ: গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী শক্তির অপপ্রচার মোকাবেলায় বাংলাদেশের সাম্প্রতিক বহুমুখী উন্নয়নের গল্প বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে ইউরোপে সক্রিয় দলীয় নেতাকর্মীদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য ও সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা শনিবার জার্মানির মিউনিখে হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারোজ্জামান চৌধুরী টেলিফোনে এই প্রতিবেদককে প্রধানমন্ত্রীর এই পরামর্শের কথা জানান। সাক্ষাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নব দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্ঠা অনিল দাশগুপ্ত ও এম এ গণি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, আসম মিসবা ও কাওসার চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালে এর উত্তরে শেখ হাসিনা বলেন, এই বিজয়কে নিজেদের কৃতিত্ব হিসেবে না নিয়ে আরও ৫ বছরের জন্য জনগণের নিয়োগদান হিসেবেই আমাদের দেখা উচিত। তিনি বলেন, ক্ষমতা কোন ভোগের বিষয় নয়, এটি একটি দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। গত ১০ বছরে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে সেটিকে আওয়ামী লীগের অর্জন হিসেবে নিয়ে এই অর্জনের গল্প বিশ্বব্যাপি ছড়িয়ে দেয়ার পরামর্শ দিয়ে প্রধান মন্ত্রী বলেন, অর্জনের গল্প দিয়েই আমাদের বিরুদ্ধে প্রচারিত সব অপপ্রচার মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই শত ষড়যন্ত্র ও অপপ্রচারের জোয়ারে উজানে নৌকা ঠেলে ঠেলে জনগনের দাবি আদায়ে সক্রিয় ছিল। আর এ কারণেই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সংগ্রামে জনগণ নেতৃত্বের আসনে বসিয়েছিল এই দলটিকে, দলের কর্ণধার বঙ্গবন্ধুকে দিয়েছিল জাতির জনকের মর্যাদা। সুতরাং সাম্প্রতিক সময়ের ষড়যন্ত্রকারীরা যদি মনে করেন, ষড়যন্ত্র করে জনগণের কাছ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করবেন, তাহলে সেটি হবে তাদের ভুল। নেতাকর্মীদের নিজেদের মধ্যের দ্বন্দ্ব-ভুলবুঝাবুঝি পরিহার করে একযোগে কাজ করার আহবান জানিয়ে প্রধান মন্ত্রী বলেন, আমাদের ওপর এখন অনেক দায়িত্ব। রোহিঙ্গা জনগোষ্ঠির মানবিক বিপর্যয়ে নিজেদের সীমাবদ্ধতা সত্বেও বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে। এই বিপর্যয় একটি আন্তর্জাতিক সমস্যা হওয়া সত্বেও নিজেদের মানবিক দায়বোধ থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, এটি বিশ্বকে বুঝাতে হবে, বুঝতে হবে বিশ্বকেও। রোহিঙ্গাদের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনে বিশ্ববাসীকে আরও সক্রিয় হতে যুক্তরাজ্যসহ ইউরোপে বসবাসরত দলের নেতাকর্মীদের প্রতি ক্যাম্পেইন গড়ে তুলার আহবান জানান প্রধানমন্ত্রী।
ইউরোপীয়ান আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন
এদিকে, দলীয় কার্যক্রম জোড়দার করতে একই বৈঠকে ইউরোপীয়ান আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয়ান কমিটির বর্তমান সভাপতি অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনিকে উপদেষ্টা করে ইউরোপীয়ান কমিটির নতুন সভাপতি হিসেবে বর্তমান সহসভাপতি অষ্ট্রিয়ায় বসবাসরত এম নজরুল ইসলামকে সভাপতি এবং বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ফ্রান্সে বসবাসরত মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের এই কমিটি পুনর্গঠন করে দেওয়া হয়।
Share this content: