এবিএনএ : বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এখন শালোমাণ খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন। আপাতত, জুড়ুয়া ২-ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ১৯৯৭ সালের সালমান খানের ছবি জুড়ুয়ারই সিক্যুয়েল এই জুড়ুয়া ২। যাতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান।
কেমন চলছে এই সিনেমার শুটিং এমন প্রশ্নের উত্তরে তাপসী পান্নু বলেন, ‘শুটিং খুব ভালই চলছে। মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। শুধু দুটো গানের শুটিং এবং সালমান খানের সঙ্গে একটি দৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে। সম্ভবত, খুব শীঘ্রই ওই দৃশ্যটির শুটিং হবে। আমি তো সালমান খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছি। আসলে সালমান খানের সঙ্গে এটাই হবে আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। ‘