এবিএনএ : পবিত্র রমজান উপলক্ষে ১৫ মে থেকে ঢাকাসহ সারা দেশে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি করবে।
রবিবার দুপুরে রমজান উপলক্ষে সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া এ তথ্য জানান।
তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ মে থেকে রোজা শুরু হবে। রমজান উপলক্ষে ১৫ মে থেকে আমরা পণ্য বিক্রি শুরু করবো। এ বছর মোট ২ হাজার ৮১১ জন ডিলার থাকবে। সারা দেশে সর্বমোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।
Share this content: