এবিএনএ : রাশিয়ায় মার্শাল ল বা সামরিক আইন জারির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিতে এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়। দেশে মার্শাল ল বা সামরিক আইন জারির সম্ভাবনা সৃষ্টি হবে না বলে আশা প্রকাশ করেন পুতিন।
এর আগে বিবিসি এক প্রতিবেদনে জানায়, রাশিয়ায় মার্শাল ল জারির সম্ভাবনায় নাগরিকরা সীমান্ত দিয়ে ফিনল্যান্ডে পালিয়ে যাচ্ছে।কারণ ইউরোপের বহু দেশ রাশিয়ার জন্য নিজ দেশের আকাশপথ বন্ধ ঘোষণা করে।তাই রুশ নাগরিকরা গাড়ি বা ট্রেনে ফিনল্যান্ডে পালিয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে নিয়মিত যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। প্রায় ছয় হাজারের বেশি মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ও বহু আন্দোলনকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্শাল ল জারি করলে সব বিক্ষোভকারীকে গ্রেপ্তারের শঙ্কা করছিল বিক্ষোভকারীরা।