লাইফ স্টাইল

সাবধান; কনডম আপনার বিপদের কারণ!

এ বি এন এ : নানা কারণে অ্যাপেন্ডিক্সের সমস্যা হতে পারে। সংক্রমণের কারণে অস্ত্রোপচারও স্বাভাবিক। কিন্তু কনডম আটকে অ্যাপেন্ডিক্সে সংক্রমণের ঘটনা এর আগে কখনও শোনা গেছে বলে মনে করতে পারছেন না চিকিৎসক নিজেই।

ঘটনাটি ঘটেছে ক্যামেরুনে। ২৬ বছরের এক নারী পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসক তাকে স্ক্যান করার পরামর্শ দেন। রিপোর্টে দেখা যায় পেটে সামান্য তরল জমেছে এবং বাকি সব লক্ষ্মণ অ্যাপেন্ডিসাইটিসের মতো। ফলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অপারেশন করে চিকিৎসকরা নিজেরাই অবাক। অ্যাপেন্ডিক্সে সংক্রমণের কারণ একটি কনডোম। সেটি আটকে গিয়েই যত বিপত্তি।

কি ভাবে এল কনডম তা খোলসা করেছেন নারী নিজেই। তিনি জানিয়েছেন, সঙ্গমের সময় হঠাৎ কনডমটি গিলে ফেলেন তিনি। মলের মধ্যে কনডমের টুকরো দেখে নিশ্চিন্তই হন। ভেবেছিলেন আপদ বিদায় হল। কিন্তু সমস্যা যে শেষ হয়নি তা বুঝেছেন আর ক’ দিন পরেই। চিকিৎসকদের ধারণা, কনডমটি কয়েকটি টুকরো হয়ে যায়। তারই কিছু অংশ অ্যাপেন্ডিক্সে আটকে যাওয়ায় এই বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button