আন্তর্জাতিকলিড নিউজ

সময়ক্ষেপণ হলে আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের

এবিএনএ : পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে ইউরোপের তিন দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সময়ক্ষেপণ করলে তাদের সঙ্গে আলোচনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। রবিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠকে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবার্তা দেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। পরমাণু সমঝোতা চুক্তি থেকে যু্ক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর বাকি পক্ষগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে আরাকচি বলেন, এ আলোচনায় ইরান ইউরোপকে বলেছে আমেরিকাকে ছাড়া তারা কীভাবে এ সমঝোতা মেনে চলবে তার একটি রূপরেখা তুলে ধরতে হবে। সেইসঙ্গে ইউরোপের পক্ষ থেকে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার সুস্পষ্ট গ্যারান্টি দিতে হবে।

ইরান এখনো পরমাণু সমঝোতায় টিকে থাকা বা বেরিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বলে জানান আরাকচি। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহে ইউরোপের সঙ্গে আলোচনায় কী ফলাফল আসে তার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।তিনি বলেন, ইরান কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ইউরোপের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। এরমধ্যে কোনো সমাধান না এলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে।ইরানের পরমাণু সক্ষমতা সম্পর্কে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, তার দেশ দু থেকে তিন দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে রবিবার কামালভান্দি বলেন, ‘ইরানের কর্মকর্তাদের আগের মতো ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য প্রস্তুতি নেয়া উচিত। আমরা এখনই ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই না তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে; যদি দেখি পরমাণু সমঝোতা থেকে ইরান কোনো লাভ পাচ্ছে না তাহলে আমাদেরকে আবার পরমাণু কর্মকাণ্ড শুরু করতে হবে।’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে  যুক্তরাষ্ট্রর বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে বলেও ঘোষণা দেয়া হয়।পরে এসে ইরানকে বেশ কয়েকটি শর্ত দেয় মার্কিন যু্ক্তরাষ্ট্র। সেসব শর্ত প্রত্যাখ্যান করে ইরান।২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে গত কয়েকদিন ধরে ওই পক্ষগুলোর সঙ্গে ইরানের ব্যাপকভিত্তিক আলোচনা চলছে।

Share this content:

Back to top button