এবিএনএ : ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-বুবলী অভিনীত ‘সুপারহিরো’ সিনেমার টিজার রবিবার রাতে প্রকাশ করা হয়েছে। অ্যাকশন নির্ভর এ ছবিতে শাকিব-বুবলী রোমান্স দর্শককে মুগ্ধ করবে। শুধু রোমান্স নয়, ‘সুপারহিরো’তে পাল্লা দিয়ে একে অন্যের বিরুদ্ধে লড়তেও দেখা যাবে এ জুটিকে।
আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে যত অস্ত্র ব্যবহৃত হচ্ছে তার সবই আধুনিক প্রযুক্তির ‘অরিজিনাল আর্মস’। হার্ট বিট প্রোডাকশন প্রযোজিত এ ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। সঙ্গীত পরিচালনায় আছেন আকাশ সেন, নাভিদ পারভেজ, আরী আকরাম শুভ।
‘সুপারহিরো’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। সঙ্গীত পরিচালনায় আছেন আকাশ সেন, নাভিদ পারভেজ, আরী আকরাম শুভ। ছবিতে আরও অভিনয় করছেন তারেক এনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং, সাদেক বাচ্চু, বড়দা মিঠু, সাইফুল্লাহ সাদি, সালমান আরিফ, ওয়ারেন কুলটন ও আইগর ব্রেকেনব্যাক।