এবিএনএ : সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের সমালোচনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যে ষড়যন্ত্রকারী, তাদের জন্য মায়াকান্না, আর যারা ভিকটিম তাদের জন্য কিচ্ছু না! সেখানে মানবাধিকার হরণ না? আর সেটা নিয়ে তোলপাড়, সেটা নিয়ে অনেক কথা। এটা নিয়ে যারা বলে তাদেরও লজ্জা হওয়া উচিত্।’
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণের চক্রান্ত করে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেয়ায় গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হওয়ার পর ওই ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে পুলিশ একটি মামলা করে। ওই মামলায় গত শনিবার সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। নিন্দা এসেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কাছ থেকেও।
এই গ্রেফতারের সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রের জন্য যাদের নাম বিদেশের আদালতে উঠেছে, নিন্দা করা উচিত্ তাদের। অপরাধীকে গ্রেফতার করলে যদি অপরাধ করা হয়, তাহলে আমি মনে করি, এরা কোনোদিন কোনো হত্যার বিচারও চাইবে না। বিচার চাওয়াও তাদের উচিত্ না। কারণ কোনো অপরাধকে অপরাধ হিসেবেই তারা দেখবে না।’