জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘শ্রমবাজার সম্প্রসারণে কর্মকর্তাদের দক্ষতার সাথে কাজ করতে হবে’

এ বি এন এ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, শ্রমবাজার সম্প্রসারণে শ্রম কল্যাণ উইং-এর কর্মকর্তাদের নিবিড়ভাবে কাজ করতে হবে। মন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে শ্রম কল্যাণ উইং-এর কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, অভিবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মীর সুরক্ষা ও অধিকার আদায়ে নতুন নতুন চ্যালেঞ্জের উদ্ভব হওয়ায় শ্রম কল্যাণ উইং-এর কর্মকর্তাদের আরো অধিক দক্ষতা ও দ্রুততার সাথে কর্মসম্পাদন করা প্রয়োজন। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ জিডিপির ১৩ শতাংশের সমান। এ অবদানকে ধরে রাখার লক্ষ্যে শ্রম কল্যাণ উইং-এর কর্মকর্তাদের আরো অধিক কর্মীর চাহিদা তৈরিতে মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন করতে হবে। নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশ থেকে যে সকল কর্মী বিদেশে যাচ্ছে তাদের স্বার্থ রক্ষা এবং দৈনন্দিন সমস্যাদি সমাধানে কর্মকর্তাদের কাজ করতে হবে। প্রবাসে কর্মরত কর্মীরা যাতে বৈধভাবে অথবা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠায় তার জন্য শ্রম কল্যাণ উইং-এর কর্মকর্তাদের কাজ করতে তিনি আহ্বান জানান।  মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আজাহারুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস। এ ছাড়া অনুষ্ঠানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।  উদ্বোধন অনুষ্ঠান শেষে অভিবাসন সংক্রান্ত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডোর’ প্রদর্শন করা হয়।  তিন দিনব্যাপী ‘শ্রম কল্যাণ কূটনীতিক প্রশিক্ষণ ২০১৬’-এ ২৪টি দেশের ২৭টি মিশনের ৪১ জন শ্রম কল্যাণ উইং-এর কাউন্সিলর অংশগ্রহণ করেন।

Share this content:

Back to top button