
এবিএনএ: আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সির চেয়ারম্যান শেখ শওকত আলী শিমুলের ছোট কন্যা নাইমা আলী এর শুভ জন্মদিন পালিত হলো আজ বুধবার সন্ধ্যায় । এই উপলক্ষে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যে আটলান্টিক সিটিতে নিজস্ব বাসভবনে কেক কাটা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়। নাইমার জন্ম ২০১৮ সালের ৭ ই মে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের গ্যালোওয়ে সিটি র পোমোনা হাসপাতলে । নাইমার বাড়ি বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে । অন্যদিকে বাংলাদেশে সাংবাদিক শেখ শিমুল ফাউন্ডেশন এর উদ্যোগে বাগেরহাটে বিভিন্ন এতিমখানা ও মসজিদে কুরআন খতম দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আসছে শুক্রবার। এদিন ফাউন্ডেশনের আয়োজনে তাবারক বিতরণ করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক শেখ শিমুল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক শেখ লিয়াকত আলী সাগর। নাইমার বাবা শেখ শওকত আলী শিমুল ও মাতা নার্গিস আক্তার নাইমার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Share this content: