শরণার্থী ইস্যুতে আবারও মুখ খুললেন অ্যাঙ্গেলা মারকেল

এ বি এন এ : আবারও শরণার্থী ইস্যুতে মুখ খুললেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি বলেছেন, বহিঃসীমান্তে দীর্ঘ সময় শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছিল। সে বিষয়ে জার্মানি ও ইউরোপীয় অন্যান্য দেশ চোখ বন্ধ করে রেখেছিল। জার্মানির সুয়েদেউটশে জেইটাং পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। তার এ সাক্ষাতকারটি আজ বুধবার প্রকাশ হওয়ার কথা। এতে বলা হয়, এক বছর আগে অ্যাঙ্গেলা মারকেল শরণার্থদের স্বাগত জানানোর নীতি গ্রহণ করেছিলেন। এ জন্য জার্মানিতেই তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তিনি নতুন করে দেয়া সাক্ষাতকারে বলেছেন, কেউ একজন দেখতে পারেন রাজনৈতিক ইস্যু আসছে। কিন্তু নির্দিষ্ট সময়ে তা মানুষের কাছে নিয়ে যান না কেউ। তিনি বলেন, জার্মানিতেও আমরা দুটি সমস্যাই দীর্ঘদিন অবজ্ঞা করেছি। ‘প্যান-ইউরোপীয়’ সমাধান বের করার প্রয়োজনীয়তাকে আমরা আটকে রেখেছিলাম। এক বছর আগে যখন ইউরোপের দিকে শরণার্থীর ঢল যাচ্ছিল তখন তিনি তাদেরকে স্বাগত জানিয়ে বলেছিলেনÑ ‘উইর শাফেন দাস’। অর্থাৎ আমরা এটা করতে পারি। এর মধ্য দিয়ে শরণার্থীদের মেনে নেয়ার ঘোষণা দেন। তার ওই মন্তব্যের এক বছর পূর্ণ হলো বুধবার। আগামী মাসে জার্মানিতে দুটি আঞ্চলিক নির্বাচন। সেই নির্বাচনে তার দল জয় পাওয়ার চেষ্টা করছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে ১০ লাখেরও বেশি শরণার্থীর বেশির ভাগকেই ঠাঁই দিয়েছে জার্মানি। স্পেন ও ইউরোপীয় দেশগুলো তাদের নিজেদের মতো করে ব্যবস্থা নিয়েছে। ওদিকে বিদেশীদের প্রতি সব সময়ই বর্ণবাদী আচরণ করেন অনেক জার্মান। এ নিয়ে সহিংসতাও ঘটে। কিন্তু এই প্রবণতা গত বছরে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে জার্মানকে সতর্ক করেছেন অ্যাঙ্গেলা মারকেল। তিনি বলেছেন, সব শরণার্থী বা অভিবাসীকে সন্ত্রাসী হিসেবে গণ্য করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শুধু যে শরণার্থীদের সঙ্গে সন্ত্রাস এসেছে জার্মানিতে এমনটা বলা একেবারেই বুল।
Share this content: