রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকাল ৩টার পরে সিএমএম আদালতে রিমান্ড শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে সকাল ১১টার দিকে শফিক রেহমানকে আদালতে হাজির করে তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এএসপি হাসান আরাফাত।
জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে শফিক রেহমানকে গ্রেফতার করে প্রথম দফায় ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
ডিবি দক্ষিণের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বলেন, প্রথম দফার রিমান্ডে শফিক রেহমানের কাছে মামলা সংক্রান্ত নতুন কিছু তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে তাকে দ্বিতীয় দফায় এই রিমান্ড চাওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে শফিক রেহমানকে (৮২) তার বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।