এবিএনএ : সাংবাদিক শফিক রেহমানকে রিমান্ডে নেয়ার ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর ইস্কাটনে শফিক রেহমানের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে; জুলুম-নির্যাতন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘শফিক রেহমান সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে লিখতেন। এ জন্য সরকার তাকে গ্রেফতার করেছে।’ মির্জা ফখরুল এ সময় শফিক রেহমানের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবি করেন। শফিক রেহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান, জি-৯ এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত সায়ান্ত, সদস্য রুমিন ফারহানা প্রমুখ। উল্লেখ্য, গতকাল শনিবার সকালে ইস্কাটনের নিজ বাসা থেকে সাংবাদিক পরিচয়ে সাংবাদিক শফিক রেহমানকে নিয়ে যায় ডিবি। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় মামলাটি দায়ের করেছিল গোয়েন্দা পুলিশ। পরে পুলিশ আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক শফিক রেহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।