এবিএনএ: সামান্থা রুথ প্রভুর আসন্ন তেলেগু চলচ্চিত্র ‘শকুন্তলম’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারটি প্রকাশের পরপরই দর্শকরা নিজেদের ভালোলাগা জানিয়েছেন। পৌরাণিক গল্পে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলারের ভিজ্যুয়াল ইফেক্ট ছিল যথেষ্ট প্রশংসনীয়। অনেকের মতে, সিনেমাটি সামান্থার ক্যারিয়ারে অন্যতম মাইফলক হতে যাচ্ছে। সামান্থার এই পৌরাণিক লুক যথেষ্ট সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।
উচ্চ বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন গুণশেখর, যিনি আনুষ্কা শেঠির হিট চলচ্চিত্র ‘রুদ্রমাদেবী’ পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত। সিনেমাটি প্রযোজনাও করেছেন গুণশেখর। বিশাল বাজেটে নির্মিত ‘শকুন্তলম’ হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তির প্রস্তুতি চলছে। এটি ১৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে।এর আগে ২০২০ সালে সিনেমাটির মহরতের সময় সামান্থা বলেছিলেন, ‘শকুন্তলম’ হবে তার স্বপ্নের প্রকল্প। তিনি এই সিনেমাটিতে কাজ করার জন্য অপেক্ষা করছিলেন। সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা আকাশ সমান। এই প্রথমবার গুণশেখরের সঙ্গে জুটি বেঁধেছেন সামান্থা। অবশেষে মুক্তির পথে রয়েছে ‘শকুন্তলম’।
সামান্থাকে সর্বশেষ ‘যশোদা’ চলচ্চিত্রে দেখা গেছে। নিজের রোমান্টিক ইমেজ ভেঙে অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এর আগে ২০২১ সালে ‘দ্য ফেমিলি ম্যান ২’তে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন তিনি। ২০২২ সালের শেষের দিকে শারীরিক অসুস্থতার কারণে সব ধরনের শুটিং থেকে সাময়িক বিদায় নিয়েছিলেন সামান্থা। কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া গিয়ে চিকিৎসা করিয়ে এসেছেন অভিনেত্রী। এই মুহূর্তে ‘শকুন্তলম’-এর প্রচারনায় ব্যস্ত রয়েছেন তিনি।