বিনোদন
চলে গেলেন অভিনেতা ওম পুরী

এবিএনএ : বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরী মারা গেছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) হার্ট অ্যাটাকে তিনি মারা যান বলে দেশটির সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তার পুরো নাম ওম রাজেশ পুরী। দীর্ঘ বলিউড ক্যারিয়ারে ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের বিস্তর অভিজ্ঞতা তার। এছাড়া তিনি মুক্তধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডেও অসাধারণ অভিনয়ের খ্যাতি পান। তিনি সর্বাধিক চারবার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
Share this content: