এবিএনএ : বলিউড সুন্দরী আনুশকা শর্মার সময়টা বর্তমানে খুব ভালো যাচ্ছে। কারণ তার করা বেশ কিছু ছবি ধারাবাহিকভাবে ব্যবসা সফলতা পেয়েছে। অন্যদিকে বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্কটাও বেশ জমে উঠেছে আজকাল।
এর আগে বহুবার বিভিন্ন দেশে গোপন অভিসারে তারা গিয়েছেন। কিন্তু গত কয়েকমাস ধরে খোলামেলা প্রেমে মজেছেন তারা। আর এ বিষয়টি খুব উপভোগ করছেন আনুশকা।
এ বিষয়ে তিনি বলেন, আমি যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকতে পারাটা কতটা শান্তির সেটা অন্য কেউ জানে না। আমি মনে করি আমার মতো করে কোহলিও সেটা অনুভব করে। তাই বলেইতো আমাদের সম্পর্কটা এখনও এগুচ্ছে।
এদিকে একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে দেয়া এ সাক্ষাৎকারে লিভ টুগেদার নিয়েও তাকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়। এ বিষয়ে আনুশকা উত্তরও দিয়েছেন সাফ।
তিনি বলেন, যার সঙ্গে থাকলে ভালো থাকা যায় তার সঙ্গেইতো থাকা উচিত। লিভ টুগেদারে দোষের কি আছে! বিরাটও পরিণত। আমিও। এটা নিয়ে এত আলোচনরারও কিছু নেই বলে আমার মনে হয়। যাদের কাজ নেই তারা আলোচনা-সমালোচনা করবেই। এদিকে এমন বক্তব্যের মধ্য দিয়ে খোদ বিতর্কের মুখে পড়েছেন আনুশকা। অনেকেই এ অভিনেত্রীর সমালোচনা করছেন।
আনুশকা এখন ইমতিয়াজ আলীর পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে দ্যা: রিং সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত।