
এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশে-মিয়ানমার সীমান্তে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।
সচিবালয়ে রোববার জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
গত কয়েকদিনে মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির সামরিক বাহিনী নির্মম দমন-নিপীড়ন চালানোর খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব অভিযানে ১৫ হাজারের বেশি রোহিঙ্গা বাড়িছাড়া হয়েছে। হত্যা করা হয়েছে অন্তত ৬৯ জনকে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে-মিয়ানমার সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বর্ডার অতিক্রম করে মিয়ানমারের কেউ যেনো বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’
Share this content: